Business Category
Schools

Shaheed Smrity High School in 1710, BSCIC Industrial Estate, Tongi

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রতিষ্ঠা করেন যার নাম বাংলাদেশ। আর আদি নাম বঙ্গদেশ। তিরিশ লক্ষ মানুষ অকাতরে জীবন উৎসর্গ করে স্বাধীন বাংলাদেশের গোড়াপত্তন করেন। মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী আত্মত্যাগী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের স্মৃতিকে অম্লান করার প্রত্যয়ে এতদ্ঞ্চলের মানুষের সার্বিক সহযোগিতায় ১৯৭২ খ্রিস্টাব্দে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাসান উদ্দিন সরকার তার সতীর্থদের নিয়ে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়। হৃদয়ের গভীর ক্ষত হতে উৎসারিত ভাবানুবেগে বাস্তবতার নিরিখে এলাকাবাসীর চাহিদা ও সর্বোপরি শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে ১৯৮২ খ্রিস্টাব্দে একই আঙ্গিনায় অনেক প্রতিকূলতাকে লঙ্ঘন করে নতুন উদ্যমে আলহাজ্ব মোঃ হাসান উদ্দিন সরকার তার সতীর্থদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। মর্মপীড়া কিঞ্চিৎ হলেও প্রশমিত হয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর ভালবাসার তাগিদ জাতি কখনো ভুলতে পারে না। ক্ষত যত গভীর রেখাপাতই করুন না কেন বাঙালী জাতি অকুতোভয়। সামনে এগুনোর দৃঢ় প্রত্যয়ে সদা জাগ্রত। শহীদ স্মৃতি নামের ভেতরেই অনুভুত হয় এর প্রকৃত ঐতিহ্য। আকাংখার বীজ বপন করেই শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েনি বরং এর সাথে সম্পৃক্ত ব্যাক্তিবর্গ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিনিয়ত উদ্বুদ্ধ হয়ে শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। পূর্ব পার্শ্বের ভবনটি যেখানে দাড়িয়ে আছে সেখানে একটি ছোট জলাশয় ছিল। জলাশয়ের পাড়ে দুটো তাল গাছ ছিল। এ তালগাছের নিচে পাক হানাদার বাহিনী সাতজন নিরীহ বাঙ্গালীকে নির্মমভাবে হত্যা করে। সেই করুণ স্মৃতির ধারক হলো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। মাঠে মাটি ভরাট করার সময় ১৯৯২ খ্রিস্টাব্দে তালগাছ দুটো কেটে ফেলা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একটি স্কুল কমিটি গঠন করেন। এ কমিটির নেতৃত্ব দেন তিঁনি নিজেই। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেনঃ

  • জনাব মোঃ জসিম উদ্দিন

  • জনাব মোঃ ছাত্তার পাঠান

  • জনাব সিরাজুল হক মিয়া

  • জনাব নুরুল ইসলাম পাঠান

  • জনাব আহসান আলী মাতাব্বর

  • জনাব আমিন উদ্দিন ভূঞা

  • জনাব আবদুস ছামাদ

  • জনাব গোলাম কাদের মনির

  • জনাব তাহের আলী মাস্টার

  • জনাব আব্দুল লতিফ

  • জনাব আব্দুল হামিদ

  • আরও অনেকে।

শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়টি উদ্বোধন করা হয় ৩ জানুয়ারী ১৯৮৩ খ্রিস্টাব্দে। এ বিদ্যালয়টিকে উদ্বোধন করেন উইং কমান্ডার জনাব এম আমিনুল হক, সিনিয়র অফিসার উপ-আঞ্চলিক সামরিক আইন প্রশাসক। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরুজ্জামান খান, মহকুমা প্রশাসক, গাজীপুর এবং চেয়ারম্যান টঙ্গী পৌরসভা।

বিদ্যালয় প্রতিষ্ঠায় যারা আর্থিক সাহায্য দেন তারা হলেন-

১। ফিনিক্স ইন্ডাষ্ট্রিজের মালিক- (তৎকালীন এমডি)

২। রিজকো ইন্ডাষ্ট্রিজের মালিক

৩। নিহারিকা ইন্ডাষ্ট্রিজের মালিক

৪। ঢাকা সিরামিকস্ এন্ড স্যানীটারী ওয়্যারস্ লিঃ এর এম.ডি জনাব আবদুল নাছির।

৫। জনাব আক্কাস আলী পাঠান একটি স্টিলের আলমারি দান করেন।

১৯৯০ খ্রিস্টাব্দ হতে অদ্যবধি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছেন আলহাজ্ব শেখ আবদুস ছালাম।

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। ১৯৮২ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত। এলাকার গরীব, নি:স্ব, শ্রমিক শ্রেণির সন্তানদের শিক্ষার আলোতে আলোকিত করাই এর মূখ্য উদ্দেশ্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধা, বিনম্র ভালবাসা ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা এর অন্যতম আদর্শ ও উদ্দেশ্য। শিক্ষা জীবন শেষে শিক্ষার্থীরা দেশমাতৃকার সেবা করবে ও মহৎ উদ্দেশ্যে যে কোন ত্যাগ স্বীকার করবে এটা যেন হয় সে উদ্দেশ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। মানুষের মঙ্গল, কল্যাণ সর্বোপরি মানব সেবার দ্বারা উন্মুক্ত করাই এর শিক্ষা কার্যক্রমের লক্ষ্য।

Hours of Operation

Saturday

8:00 AM
to
4:00 PM

Sunday

8:00 AM
to
4:00 PM

Monday

8:00 AM
to
4:00 PM

Tuesday

8:00 AM
to
4:00 PM

Wednesday

8:00 AM
to
4:00 PM

Thursday

8:00 AM
to
4:00 PM

Friday

12:00 AM
to
11:59 PM

Gallery

New

Reviews

0.0

No reviews right now.
Be the first to review this business.

Write your review

Location Map